ঝিনাইদহের শৈলকুপার একটি কেন্দ্রে বিশৃঙ্খলা, আনসার সদস্যসহ ৮ জন আহত

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের ২৮ নং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে সতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে মহিলা আনসার সদস্য সহ ৮ জন। ওই ঘটনার পর আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধের পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
জানা যায়, ঝিনাইদহ-১ ( শৈলকুপা উপজেলা) আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬টি। এর মধ্যে পুরুষ ভোটর ১ লাখ ৫৩ হাজার ৫৭৭টি, মহিলা ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯টি। এই আসনে নতুন ভোটর ২৯ হাজার ৯৯৮ জন। আরো জানা যায়, এবারের ভোটকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যার মধ্যে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১৯ ইষ্ট বেঙ্গল ব্যাটালিয়নের ১৫ প্লাটুন, বিজিবি ৯ প্লাটুন, আনসার ব্যাটালিয়ন ৭ হাজার ২০ জন, পুলিশ ১ হাজার ৬ শ’৪ জন মোতায়েন করাসহ ও র‌্যাবের ৮টি ভ্রাম্যামাণ টিম দায়িত্বে রয়েছে। এছাড়া ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছেন। মহিলা আনসার সদস্য সেফালি খাতুন ঢাকা পোস্টকে জানান, তারা নিয়ম মেনেই ভোটের বিউটি করছিলেন। এমন সময় সতন্ত্র ট্রাক প্রতীক ও নৌকা প্রতীকের পোলিং এজেন্টদের মধ্যে বাকবিতন্ডা বেঁধে যায়। তখন তারা লাঠিসোটা নিয়ে একে অপরকে মারতে শুরু করে। এসময় তার হাত থেকে লাঠি নিতে গেলে বাঁধা দেন, তারপরও তার থেকে লাঠি ছিনিয়ে নিয়ে তাকেসহ অন্য মহিলা আনসার সদস্যদের মারধর করে। পরে পুলিশ ও বিজিবি আসলে ট্রাকের সমর্থকেরা পালিয়ে যায়।
মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অসিম কুমার পদ্দার ঢাকা পোস্টকে বলেন, নিয়ম মেনেই ভোট গ্রহণ চলছিল। হঠাৎ করেই অপ্রত্যাশিত ভাবে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমাদের মহিলা আনসার সদস্যরা আহত হয়েছেন। আধাঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর এখন সব স্বাভাবিক। উল্লেখ্য, বিজিবির স্ট্রাইকিং কোর্স কেন্দ্রে অবস্থান করছে। কেন্দ্রের বাইরে উত্তেজনা বিরাজ করছে।

878 thoughts on “ঝিনাইদহের শৈলকুপার একটি কেন্দ্রে বিশৃঙ্খলা, আনসার সদস্যসহ ৮ জন আহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *