ঝিনাইদহে অত্যাধুনিক চাইনিজ কুড়ালসহ যুবক গ্রেফতার
\ স্টাফ রির্পোটার ঝিনাইদহ \
ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধায় শহরের ক্যাসেলব্রীজ এলাকা থেকে ইয়াছির আরাফাত (২১) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছির আরাফাত সদর উপজেলার খাজুরা গ্রামের আবুল কাশেম টাইগার এর ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ শহরের ক্যাসেল ব্রিজ এলাকায় সেভেন গিয়ারসহ এক যুবক অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছে ইয়াছির নামের যুবককে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে একটি সেভেন গিয়ার পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পৌর এলাকার খাজুরা গ্রাম থেকে একটি ট্যাটা, একটি অত্যাধুনিক চাইনিচ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ থানায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছেন।-