ঝিনাইদহে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার \ অপহরণকারী যুবক গ্রেফতার
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ শহরের হামদহ বাইপাস সড়ক এলাকা থেকে রোববার (১৭ মার্চ) এক কলেজ ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী তারেক রহমানকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় অপহৃত কলেজ ছাত্রী শোভা খাতুনকেও উদ্ধার করা হয়। তারেক রহমান ঝিনাইদহ সদর উপজেলার কেষ্টপুর গ্রামের ওবাইদুর রহমানের ছেলে। মামলার এজাহার ও র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, শোভা খাতুন ঝিনাইদহ নুরুন্নেহার সরকারী মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সে ঝিনাইদহ শহরের একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে তারেক রহমান বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দেওয়াসহ নানা ভাবে উত্যাক্ত করতো। ভিকটিম আসামীর কু-প্রস্তাবে রাজী না হয়ে ঘটনাটি তার পিতা মাতাকে অবহিত করে। ভিকটিমের পিতা তারেক রহমানকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বললে তারেক রহমান ক্ষিপ্ত হয়ে পড়ে এবং গত ৭ মার্চ ঝিনাইদহ সরকারী কে.সি কলেজের পশ্চিম পাশ্বের কোচিং সেন্টারের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় শোভার পিতা বাদী হয়ে মোঃ তারেক রহমানের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার প্রধান আসামী মোঃ তারেক রহমানকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু এবং তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার ঝিনাইদহ শহরের হামদহ বাইপাস এলাকায় থেকে গ্রেফতার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তারেক ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
Dominate the battlefield in our online FPS games! Lucky Cola