ঝিনাইদহে এক হাজার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ প্রণোদনা প্রদাণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে হাইব্রিড ধান চাষকারী প্রত্যেক কৃষকদের মাঝে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএসপি সার ও ১০ কেজি করে এমওপি সার এবং উফশী ধান চাষকারী কৃষকদের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএসপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।