ঝিনাইদহে ওয়ান শুটারগানসহ র‌্যাবের হাতে একজন আটক

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ র‌্যাবের হাতে মিনহাজ উদ্দীন (৬৩) নামে কথিত এক সন্ত্রাসী অস্ত্রসহ আটক হয়েছে। রোববার রাতে ঝিনাইদহ সদর উপজেলার জিয়ানগর বাজার থেকে মিনহাজকে আটক করা হয়। মিনহাজ কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া বকশিপুর গ্রামের মৃত আমজাদ আলী মন্ডলের ছেলে। খুলনা র‌্যাব ৬ এর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক বজলুর রশিদ সোমবার বিকালে এক ই-মেইল বার্তায় জানান, মদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে ঝিনাইদহ র‌্যাবের একটি দল জিয়ানগর (সাবেক চুলকানি) বাজারে অভিযান চালায়। এ সময় টুটুল স্টোরের সামনে থেকে মিনহাজ পালানোর চেষ্টা করছিল। সন্দেহ হলে র‌্যাব তাকে আটক করে দেহ তল্লাসী চালিয়ে একটি ওয়ান শুটারগান জব্দ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *