ঝিনাইদহে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাঠ দিবস

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহের পল্লিতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবার) বিকাল ৫ টায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামে কন্দাল ফসল ওলকচু প্রদর্শনের মাধ্যমে এই মাঠ দিবস পালিত হয়। মাঠ দিবস উপলক্ষে হলিধানী গ্রামের ইরন বাদশার সভাপতিত্বে আলোচনার সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জানাইদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, কৃষক সবুর মিয়া, হযরত আলী প্রমুখ। এসময় আলোচনা সভা পরিচালনা করেন হলিধানী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন। আলোচনা সভায় কৃষক সবুর মিয়া বলেন, তিনি ২০ শতাংশ জমিতে মাদ্রাজ শ্বেতি জাতের ওলকচু চাষ করেন। কৃষি অফিসার থেকে তাকে প্রণোদনার মাধ্যমে ওলকচু বীজ, সার ও পরিচর্যা করতে আর্থিক সাহায্য পেয়েছেন। ২০ শতক জমিতে ১৮ হাজার টাকা খরচ করেছে। যেখানে ৩ হাজার কেজি ওলকচু উৎপাদন করে বাজারে বিক্রিয় করেছেন ৪০ টাকা কেজি দরে। ২০ শতক জমিতে ৭ মাসে ১৮ হাজার টাকা খরচ করে ১ লক্ষ ২৩ হাজার টাকার ওলকচু বিক্রয় করেন। যেখানে একটি ওলের ওজন ৫ থেকে ৭ কেজি হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জানাইদ হাবিব বলেন, প্রণোদনার মাধ্যমে কৃষকদের মাঝে কিছু প্রদর্শনী দেওয়া হয়েছে। যার ভিতরে ওলকচুও একটা। আমরা কৃষি বিভাগ থেকে চেষ্টা করি ভালো জাতের বীজ দিয়ে কৃষকদের সহযোগিতা করা। পাশাপাশি কৃষক ভাইয়েরা যাতে সেগুলোকে ভালোভাবে আবাদ করতে পারে সেজন্য তাদের সার ও সকল ধরনের সহযোগিতা করে থাকি। যার মাধ্যমে একজন কৃষক দ্বিগুণ ফসল উৎপাদন করতে পারে। তিনি বলেন, সবাইকে প্রদর্শনী দেওয়া সম্ভব নয়। তবে প্রশিক্ষণ ও কারিগরি দিয়ে থাকি। যার কারণে কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় কৃষকরা পুষ্টিগুণ সম্পন্ন কন্দাল ফসল ও সবজি উৎপাদন করতে পারছে। আমরা সবুর মিয়াকে যে ওলকচুর প্রদর্শনী দিয়েছি, সেখানে তিনি সফল হয়েছেন। আমরা চাই সবুরের দেখাদেখি অন্য কৃষক ভাইয়েরাও এটি চাষ করে লাভবান হবেন বলে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *