ঝিনাইদহে করোনায় আক্রান্ত দুস্থ রোগীদের মাঝে বিএনপির ঔষধ বিতরণের উদ্ধোধন
Share Now..
ঝিনাইদহ অফিসঃ
ঝিনাইদহে করোনায় আক্রান্ত দুস্থ রোগীদের মাঝে বিনামুল্যে ঔষধ বিতরণ করেছে জেলা বিএনপি। বুধবার শহরের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস জানান, ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন গ্রামে করোনায় আক্রান্ত দুস্থ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঔষধ বিতরণ করা হবে। দুস্থ রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসকদের পথ্য অনুযায়ী ঔষধ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে বলে তিনি আরো জানান।