ঝিনাইদহে করোনা ও উপসর্গে ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধ
ঝিনাইদহে দিন দিন করোনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছিলো ২২ হাজার ৬শত ৭১জনের। সেখান থেকে কুষ্টিয়া, ঢাকা ও ঝিনাইদহ ল্যাব থেকে ২১ হাজার ১শত ৪৭জনের ফলাফল এসেছে। এর মেধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫হাজার ৯শত ৪৫জন। এদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলাতে ২ হাজার ৬শত ৩৩জনের, শৈলকুপাতে ৭৯৮ জনের, হরিণাকুন্ডুতে ৪৬২ জনের, কালীগঞ্জে ১হাজার ৯০ জনের, কোটচাঁদপুরে ৫১২ জনের ও মহেশপুরে ৪৫০ জনের করোনা পজেটিভ আসে।
আরো জানাযায়, এরিমধ্যে করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন ৩হাজার ৬শত ৫জন। এদের মধ্যে ঝিনাইদহ সদরে ১হাজার ৮শত ২০ জন, শৈলকুপাতে ৪০০জন, হরিণাকুন্ডুতে ২১৪জন, কোটচাঁদপুরে ২০৪জন, কালীগঞ্জে ৭১১জন ও মহেশপুরে ২৫৬জন। এছাড়ও চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মী ১শত ১৭ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে সুন্থ্য হয়েছেন ১০৮জন বাকিরা চিকিৎসাধীন আছেন।
এছাড়াও জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৫৩জনের মধ্যে সদর উপজেলাতে ১১২জন, শৈলকুপাতে ১৫জন, কালীগঞ্জে ৫জন, হরিণাকুন্ডুতে ৬জন ও মহেশপুরে ৫জন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা গেবম জানান, গত ২৪ ঘন্টায় ২’শ ৮২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে নতুন করে ৮৭ জনের করোনা পজেটিভ এসেছে। এছাড়াও ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ৭ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৫৩ জন।