ঝিনাইদহে কৃষি ব্যাংকে হালখাতা অনুষ্ঠিত

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
বাংলাদেশ কৃষি ব্যাংকের কাষ্টসাগরা বাজার শাখায় বুধবার হালখাতা অনুষ্ঠিত হয়। সকাল থেকে আয়োজিত এই হালখাতায় কৃষকরা তাদের ঋন পরিশোধ করেন। শাখার ব্যবস্থাপক সোহাগ ঘোষ জানান, সদর উপজেলার হরিশংকরপুর, দোগাছী, কালীচরনপুর, পদ্মকর ও পোড়াহাটী ইউনিয়নের অধিন মোট ঋন গ্রহীতার সংখ্যা ২ হাজার ৬’শ ১৩ জন। মোট ঋনের পরিমান ২৮ কোটি ৯৩ লাখ টাকা। হালখাতায় ঋন আদায়ের লক্ষ্য মাত্রা ছিল ২৩ লাখ টাকা। অর্জন হবে ২৬ লাখ টাকা। ঋন গ্রহিতা হাটগোপালপুরের হাফিজুর রহমান জানান, স্বল্পসুদে ১ লাখ ৮০ হাজার টাকা ঋন নিয়ে অনেক উপকৃত হয়েছি। হালখাতায় আমি পুরা টাকা পরিশোধ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। অপর ঋন গ্রহিতা কলা চাষী পোড়াহাটি এলাকার ইনতাজ উদ্দিন ৩ লাখ টাকা ঋন নিয়ে তা আজ পরিশোধ করেছেন বলে জানান। উল্লেখ্য, প্রতি বছর একবার কৃষকরা হালখাতার মাধ্যমে ঋন পরিশোধ করার সুযোগ পেয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *