ঝিনাইদহে ক্রিকেট প্রতিভা অন্বেষণ কর্মসূচী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহে ক্রিকেট প্রতিভা অন্বেষণ কর্মসূচী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সরকারী বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ক্রিকেট প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহান লিমন-ক্রিড়া সংগঠক সাবেক ক্রিকেটের তরিকুল ইসলাম রাসেল, সাবেক ক্যাপ্টেন ঝিনাইদহ জেলা ক্রিকেট টিম, সমির কুমার বিশ্বাস ক্রিকেটের ভোরের সাথী ক্রিকেট ক্লাবের আশিকুর অন্তু সাবেক ক্রিকেটের মোম স্মৃতি সংসদের জুয়েল রহমান। এছাড়া আয়োজনটি পরিচালনা ও খেলোয়াড় নির্বাচনে দ্বায়িত্ব পালন করেন পরিচালক গ্রীন ক্রিকেট একাডেমি সাগর হোসেন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড লেভেল ওয়ান ক্রিকেট প্রশিক্ষক ও আম্পায়ার কাজী মিরাজুন্নবী। ঝিনাইদহ জেলার বিভিন্ন জায়গা থেকে আগত এক ঝাঁক জুনিয়র এবং সিনিয়র ক্রিকেটের দুইটি ভাগে ভাগ হয়ে ক্রিকেট ম্যাচে অংশ গ্রহণ করেন। এরপর ম্যাচে সেরা মোট ২৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এরা পরবর্তীতে গ্রীণ ক্রিকেট একাডেমিতে প্যাকটিস করার সুযোগ গ্রহণ এর পাশাপাশি বিভিন্ন বয়স ভিত্তিক ক্রিকেট বাছাইয়ে অংশ গ্রহণ করবে।