ঝিনাইদহে গাড়ী চালকদের প্রশিক্ষণ দিল বিআরটিএ

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে পেশাদার, অপেশাদার গাড়ী চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নেওয়ার আগে প্রশিক্ষন দেওয়া হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধ, চালকদের করণীয়সহ নানা বিষয়ে লাইসেন্স প্রার্থীদের নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করছে ঝিনাইদহ বিআরটিএ অফিস। জানা যায়, ঝিনাইদহ বিআরটিএ অফিস থেকে লাইসেন্স নেওয়ার জন্য লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার আগে বিআরটিএ’র কর্মকর্তারা লাইসেন্স প্রার্থীদের প্রশিক্ষণ প্রদাণ করেন। প্রশিক্ষণ প্রদাণ করেন জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান। এ সময় মোটরযান পরিদর্শক এস এম সবুজ, উচ্চমান সহকারী মফিজুর রহমান, ম্যাকানিক্যাল এ্যাসিসটেন্ট কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন। জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান বলেন, গাড়ী চালক যারা লাইসেন্স গ্রহণ করতে চান তাদের অনেকেই দুর্ঘটনার কারণগুলো জানেন না। সড়কে চলাচলের নানা নিয়ম সম্পর্কে জানেন না। তাই তাদের নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হচ্ছে। আমরা আশা করি প্রতিবার পরীক্ষার সময় লাইসেন্স প্রার্থীদের এভাবে প্রশিক্ষণ দেওয়া হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *