ঝিনাইদহে গৃহবধূ মঞ্জুরী’র মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহে গৃহবধূ মঞ্জুরী অধিকারী’র মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে তার স্বজনরা। বুধবার (২৮ ফেব্রæয়ারি) সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। মৃত গৃহবধুর স্বজন ও এলাকাবাসীরা এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন কর্মসুচিতে অংশহ গ্রহণ করেন। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, মঞ্জুরীর স্বজন শ্বাশতী অধিকারী, সাদ্দাম হোসেন, সুনিল কুমার, আজিজুল রহমান, সাথী, বিথী ও রোকেয়া খাতুন। বক্তারা অভিযোগ করে বলেন, মঞ্জুরী অধিকারীকে তার স্বামী ইমন দাস নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গলা টিপে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। তাই মৃত্যুর সঠিক কারণ বের করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা। উল্লেখ্য গত ১৮ ফেব্রæয়ারি ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর মধ্যপাড়ার একটি ভাড়া বাসা থেকে মুঞ্জরী রানীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

3 thoughts on “ঝিনাইদহে গৃহবধূ মঞ্জুরী’র মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *