ঝিনাইদহে চাকুরী স্থায়ী করণের দাবীতে বিদ্যুৎ অফিসের কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতী
\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের কমিশন ভিত্তিক কর্মচারীরা কর্মবিরতী ও বিক্ষোভ করেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে চাকুরী স্থায়ীকরণ দাবী তুলে বিদ্যুৎ অফিসের সামনে তারা বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভের নেতৃত্ব দেন মশিউর রহমান, আব্দুল মমিন ও মিল্টন হোসেন। তারা বলেন চাকুরী স্থায়ী করণের কথা বললেও এখন পর্যন্ত স্থায়ী করা হয়নি। অনেকে বিশ বছর চাকুরী করছে তবুও তাদের স্থায়ী করণ হয়নি। মশিউর রহমান বলেন, প্রতি মিটার রিডিং করলে পান তিন টাকা ও বিল প্রেরণ করে পান দুই টাকা। বর্তমান মূল্যের বাজারে এই কমিশন ভিত্তিক বেতনে পোষায় না তাই চাকুরী স্থায়ীকরণ করে বেতন বাড়ানোই তাদের একমাত্র দাবী। এ দাবী না মেনে নেয়া পর্যন্ত শতাধিক কর্মচারীর অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতী ঘোষণা করেন। যদি মেনে নেয়া হয় অথবা আশ্বস্ত করা হয় তবে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন বলে জানান আন্দোলনকারীরা।