ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ছুরকাঘাতে যুবক খুন

Share Now..


স্টাফ রিপোর্টার ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের চাকলা পাড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুবীর কুমার দাস (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার রাত একটার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এই ঘটনা ঘটে। হামলায় নিহত’র পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসও আহত হন। এ সময় হামলাকারীদের একজন বিমল দাসের ছেলে মিঠুন দাসও আহত হন। তিনি নিহত’র চাচাতো ভাই। এলাকাবাসী জানায় তিন শতক জমি নিয়ে দুই ভাই বিমল ও সত্যপদ দাসের মধ্যে মামলা চলছিল। সোমবার আদালতে এই মামলার দিন ছিল। সেখানেই দুই ভায়ের কথা কাটাকাটি হয়। রাতে সপরিবারে পূজা দেখে বাড়ি ফেরার সময় সুবীর কুমার দাস ও তার পরিবারের উপর হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই নিহত হন সুবীর দাস। রাত একটার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আবু বকর সিদ্দীক মৃত ঘোষনা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

One thought on “ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ছুরকাঘাতে যুবক খুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *