ঝিনাইদহে ছাগল চোরকে গনধোলাই
Share Now..
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহ পৌর এলাকার মথুরাপুর নতুন জেলখানা এলাকা তেকে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি শহরের আরাপপুর এলাকার আবুল ওরফে আব্দুল হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার এসআই মখলেছুর রহমান জানান, রোববার বেলা ১১টার দিকে শহিদুল মথুরাপুর নতুন জেলখানা এলাকায় মাঠে বেধে রাখা দুইটি ছাগল চুরি করে পালাচ্ছিল। এ সময় গ্রামবাসি তাকে ধরে গনধোলায় দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। ছাগলের মালিক উজ্জল হোসেন জানান, মাঠে তিনি ছাগল দুটি খুটো মেরে অন্যকাজ করছিলেন। এই সুযোগে চোর শহিদুল ছাগল চুরি করে পালাচ্ছিল। এ ব্যাপারে সদর থানায় রোববার বিকালে একটি মামলা হয়েছে।
Wow, amazing blog format! How lengthy have you been running a blog for?
you make running a blog look easy. The total glance
of your site is great, as well as the content material!
You can see similar here sklep internetowy