ঝিনাইদহে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সকালে পাঁচ শতাধিক মোটর সাইকেল নিয়ে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি স্কুল থেকে শুরু করে আরাপপুর হয়ে টার্মিনাল দিয়ে শহরের পায়রা চত্বর দিয়ে মুজিব চত্তর হয়ে আবার আরাপপুর হয়ে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এর পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সমন্বয়ে পায়রা ও বেলুন উড্ডয়নের মাধ্যমে দিনের কার্যসূচী শুরু হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অতিথিদের ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট ও উত্তরীয় এর মাধ্যমে সম্মাননা জানানো হয়। ঊীঝঅঝ সাধারণ সম্পাদক মোঃ সাঈফ শাহরিয়ার জাহেদী উজ্জল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় এক আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদেও সভাপতি কর্নেল এসএম রাকিব ইবনে রেজওয়ান, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কাশেম। রোকনুজ্জামান বিশ^াস রানুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানটি শেষ হয়। এরপর দুপুরের পর থেকে স্কুল ও প্রাক্তণ শিক্ষার্থী ও তাদের সন্তানদের নিয়ে শুরু হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যার পর থেকে শুরু হয় স্থানীয় শিল্পীদের নিয়ে গানের জলসা। তারপর শুরু হয় ঢাকার উজালা শিল্প গোষ্ঠীর আয়োজনে নৃত্য অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড শিরোনামহীন ব্যান্ডের পরিবেশনায় গান পরিবেশিত হয়। এরপর আবার শুরু হয় ঢাকার নৃত্য শিল্পীদের নিয়ে নৃত্য। র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। মধ্যরাতে আতষ বাজী ও ফানুষের মাধ্যমে জমকালো অনুষ্ঠানটি শেষ হয়। শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ এর সাবেক ছাত্র ছাত্রীদের মিলন মেলা। ৪৫টি (৫৫টি সেশনের) ব্যাচের শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বর্তমান শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রায় ২০০০ জন এর অধিক অংশগ্রহণ করে। প্রতি ব্যাচের ছাত্ররা তাদের জন্য নির্ধারিত আসনে বসেই সুশৃঙ্খল ভাবে দোয়া ও মিলন মেলায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *