ঝিনাইদহে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হলেন এ্যাডভোকেট মোঃ আকিদুল ইসলাম
\ ঝিনাইদহ অফিস \
জাতীয়তাবাদী আইনজীবি ফরমের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আকিদুল ইসলাম ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। গত রোববার (২০ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ ( জিপি-পিপি- শাখা) থেকে ঝিনাইদহ জেলা ম্যাজিস্ট্রেট’কে দেওয়া এক চিঠিতে জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগাদেশ বালিত করে নতুন করে ৭২ জন সকারি আইন কর্মকর্তাকে নিয়োগ আদেশ দেওয়া হয়। পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে যাচাইয়ের পর এ্যাডভোকেট মোঃ আকিদুল ইসলামসহ সবাইকে নিয়োগ দেওয়া হয়।
চিঠিতে দেখা যায়, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে ৮ জন ও জেলা জজ আদালতে সহকারী সরকারি কৌসুলি হিসেব ৯ জনকে এবং জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে ৫১জনসহ মোট ৭২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ প্রাপ্ত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশোনাল পি পি) মো. আকিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সরকার আমাদেরকে যাচাই বাছাই করে নিরপেক্ষ লোক দেখে নিয়োগ দিয়েছে। আমরা চেষ্টা করবো সাধারণ জনগণ যেন কোন ধরনের হয়রানি, ভোগান্তিতে না পড়ে। তারা যেন আইনের সঠিক চিবার পাই সে ব্যপারে আমরা কাজ করে যাবো এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবো।