ঝিনাইদহে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে আব্দুল হাই এমপি ইমাম মুয়াজ্জিনরাই সামাজ বির্নিমানে বিশেষ ভুমিকা পালন করছেন

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই। বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, এম হাকিম, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ ও ঝিনাইদহ ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক। সম্মেলনে ঝিনাইদহের ৬ উপজেলার দেড় শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম অংশ নেয়। সভায় প্রধান অতিথি আব্দুল হাই এমপি বলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমী মাধ্যমে বাংলাদেশে প্রায় তিন লাখ মসজিদের তিন লাখ ইমাম ও তিন লাখ মুয়াজ্জিনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ইমাম ও মুয়াজ্জিনগণ ইমাম প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, সমাজের যাবতীয় অনাচার জঙ্গিবাদ সন্ত্রাস মাদক নারী পাচার আত্মহত্যার মত জঘন্য কাজ থেকে দেশের জনগণকে বিরত রাখবে। এ ক্ষেত্রে প্রশিক্ষিত ইমাম ও মুয়াজ্জিনদের ভুমিকরা রাখতে হবে। তাহলেই আজকের ইমাম সম্মেলন সার্থক হবে। উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী নিজের তত্বাবধানে বাংলাদেশের ৬৪ টি জেলা ৫৬০ টি মডেল মসজিদ ইসলামী সংস্কৃতি কেন্দ্রের কাজ শুরু করেছেন। এর মধ্যে পঞ্চাশটি মসজিদ উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট মসজিদগুলো দ্রুত উদ্বোধন করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এই মডেল মসজিদের মাধ্যমে অনেক ইমাম ও মুয়াজ্জিনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সম্মেলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাষ্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *