ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে বৃহস্পতিবার ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অধর্-নমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। সেখানে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতকর্মীরা। পরে দলীয় অফিস থেকে একটি শোকর্যালী শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। এ সময় ঝিনাইদহ সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম আহমেদ, মাসুদ আহম্মেদ সনজু, সরকারী পিপি এ্যাডঃ ইসমাইল হোসেন, এ্যাডঃ বজলুর রহমান, এ্যাডঃ সালমা ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Your gaming journey starts here—start playing now Lucky Cola