ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে আইডিএলসি’র নারী কর্মকর্তার মৃত্যু

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানীর (আইডিএলসি) নারী কর্মকর্তা প্রিয়াংকা বিশ^াসের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ও ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসিন্দা উজ্জল হোসেন বিশ^াসের একমাত্র মেয়ে। প্রিয়াংকার মামা আব্দুল কুদ্দুস জানান, চার দিন আগে প্রিয়াংকা ঢাকায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হন। রোববার বিকালে তার রক্তের প্লাটিলেট আশংকাজনক ভাবে হ্রাস পেলে ইবনে সিনা হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১.৫০টার দিকে মৃত্যু বরণ করেন। বুধবার সকালে তার মৃতদেহ ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসভবনে পৌছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পারিবারিক সুত্রে জানা গেছে, প্রিয়াংকার পিতা শ্রমিক নেতা উজ্জল হোসেন বিশ^াস চলতি বছরের ফ্রেবয়ারি মাসে কিডনি বিকল হয়ে মারা যান। পিতা মৃত্যুর ৮ মাস পর একমাত্র মেয়ে প্রিয়াংকাও না ফেরার দেশে পাড়ি জমান। বুধবার বাদ জোহর পাগলাকানাই সড়কের সায়াদাতিয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে প্রিয়াংকার মৃতদেহ চাকলাপাড়ার পঞ্চগ্রাম গোরস্থানে দাফন করা হয়।

One thought on “ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে আইডিএলসি’র নারী কর্মকর্তার মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *