ঝিনাইদহে দুই ভ্যান চলকের বাড়িতে ডাকাতি
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের মাঠপাড়া এলাকায় দুই ভ্যান চলকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল ঘরে ঢুকে মোবাইল ফোন, শাড়ি, লুঙ্গি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে বিষয়খালী গ্রামের ভ্যান চলক জিয়ারত আলী শেখ ও হাসেম আলীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান জানান। ভ্যান চালক জিয়ারত আলীজানান, রাতে মুখ বাঁধা অবস্থায় ১০/১৫ জন লোক তার বাড়িতে প্রবেশ করে বাড়ির সদস্যদের বেঁধে ফেলে। এরপর তারা ঘরে থাকা গরু বিক্রির ৬০ হাজার টাকা, ৩ জোড়া সোনার দুল, দুইটি টি আংটি, চারটি মোবাইল ফোন, ২০ টি শাড়ি ও ৫ টি লুঙ্গিসহ ঘরের ব্যাবহারিক মালামাল নিয়ে যায়। একই রাতে পার্শ্ববর্তী ভ্যান চলক হাসেম আলীর বাড়িতেও ডাকাত দল হানা দিয়ে তার ছেলে নাজমুলের এনজিও থেকে তোলা ৮০ হাজার টাকা, ৬ টি মোবাইল ফোন, কিছু সোনার গহনা নিয়ে য়ায়। জিয়ারত ও হাসেম উভয় জানান, ডাকাতদের মুখ বাঁধা থাকায় তাদের চেনা যায়নি। মহারাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুর রহমান জানান, দুই ভ্যান চালকের গরু বিক্রির টাকা নিতেই হয়তো ডাকাতরা ওই বাড়িতে হানা দেয়। তিনি জানান ডাকাতির খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক শুক্রবার বিকালে খবর নিশ্চত করে জানান, ক্ষতিগ্রস্থ দুই ভ্যান চালক অভিযোগ করার জন্য থানায় আসছে। মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের আটক করতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।
Your gaming journey starts here—start playing now Lucky Cola