ঝিনাইদহে নকল নবীসদের খুলনা বিভাগীয় সমাবেশ, দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
বৈষম্যবিরোধী ঝিনাইদহের নকল নবীসরা তাদের দাবী আদায়ে খুলনা বিভাগীয় সমাবেশ করেছে। শুক্রবার (১৩ ডেসেম্বর) সকাল থেকে দিনব্যাপী ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নকলনবীস দাবী আদায় পরিষদের খুলনা বিভাগের প্রধান উপদেষ্টা আকবর আলী। সারা দেশের সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবীসদের চাকরি জাতীয়করণের দাবীতে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, সহ-সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক জাকির হোসেন এবং খুলনা ও বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক রুবেল পারভেজ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের প্রথম ধাপ তারা পার করেছেন। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নকল নবীসরা মাঠে থাকবেন। সমাবেশে খুলনা বিভাগের জেলার ৫ শতাধিক নকল নবীস উপস্থিত ছিলেন।

One thought on “ঝিনাইদহে নকল নবীসদের খুলনা বিভাগীয় সমাবেশ, দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার

  • December 14, 2024 at 2:29 pm
    Permalink

    Hello my loved one! I wish to say that this post is amazing, nice
    written and come with approximately all important infos. I’d
    like to peer more posts like this .

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *