ঝিনাইদহে নতুন করে করোনা টিকা দান কার্যক্রম শুরু
Share Now..
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে নতুন করে চিন থেকে আমদানিকৃত সিনোফার্ম টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার সকালে জেলা সদর হাসপাতালে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এতে বিভিন্ন সংগটনের পক্ষ থেকে ফ্রী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। ফ্রী রেজিষ্ট্রেশনের মাধ্যমে সদর হাসপাতালে আগতরা বিনা মুল্যে টিকা গ্রহন করছেন। ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম জানান, নতুন করে চিনের সিনোফর্মের ২৭ হাজার ২০০ টিকা হাসপাতালে এসে পৌচেছে। সোমবার সদর হাসপাতালে বিনা মুল্যে টিকা প্রদান কার্যক্রম চলছে। আগামীকাল থেকে জেলার সকল উপজেলা পর্যায়ে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। সকাল থেকেই সদর হাসপাতালে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে টিকা নিন, সুস্থ থাকুন।