ঝিনাইদহে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
Share Now..
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগ পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কার্যালয়ে বুধবার সকালে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর্টচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম। এসময় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ শামসুর রহমান। অনুষ্ঠান শেষে বিশেষ দূআ পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন মাষ্টার।