ঝিনাইদহে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
Share Now..
স্টাফ রিপোটারঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আয়ুব হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর সড়কের দুলালমুন্দিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার খামারমুন্দিয়া গ্রামের মৃত ওসমান মন্ডলের বড় ছেলে।
স্থানীয় সংবাদকর্মী ফিরোজ আহমেদ জানান, ভোরে ফজরের নামাজ শেষে পাশ^বর্তী বাজরে চা খেতে আসে আয়ুব হোসেন। চা নাস্তা খাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি পিকাপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থানে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মতলেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।