ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হসিনার েস্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সাইদুল করিম মিন্টু, এডভোকেট আজিজুর রহমান, এডভোকেট আব্দুর রশিদ, তৈয়ব আলী জোয়ারদার, ঝিনাইদহ সদর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল খালেক, জীবন কুমার বিশ্বাস, আসাদুজ্জামান, আব্দুল হাকিম, নজরুল ইসলাম বিশ্বাস, আহাদুর রহমান খোকন, জাহাঙ্গীর হোসেন, মঞ্জুর পারভেজ তুষার, মাসুদ আহম্মেদ সনজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, আনিছুর রহমান খোকাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে সকলকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *