ঝিনাইদহে ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

Share Now..

\ প্রেস বিজ্ঞপ্তি \
গত ০৯ মার্চ ২০২৪ তারিখ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর গ্রামস্থ মধুপুর চৌরাস্তা (ঝিনাইদহ টু মাগুরা মহা সড়ক) বাজারের মেসার্স মীর ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে। আসামী ১। মোঃ জুবায়ের হোসেন ওরফে জুয়েল (৩০), পিতা-দেলোয়ার হোসেন, সাং-গোডাঙ্গা, থানা-আমতলী, জেলা-বরগুনা, ২। মোঃ নাগর হোসেন (২৮), পিতা-মৃত মাহাতাব উদ্দীন, সাং-শেনেরহুদা, থানা-জীবন নগর, জেলা-চুয়াডাঙ্গা, ৩। মোঃ রমজান হোসেন দেওয়ান ওরফে রমজান (৩০), পিতা-মোঃ শাহাজাদা ফিরোজ, এ/পি-তেজগাও কুনিপাড়া, ২৪ নং ওয়ার্ড, থানা-তেজগাও, জেলা-ঢাকা, ১৫০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদক দ্রব্য ১৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *