ঝিনাইদহে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলবে বালক ও বালিকা ১২টি দল
আব্দুল্লাহ আল মামুন:
৭ জুন ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্ট(বালিকা) অনুর্ধ্ব-১৭ খেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
ষ্টেডিয়াম প্রাঙ্গনে টুর্নামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি
ঝিনাইদহ-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল
হাই এমপি।
এসময় জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সেলিম রেজা পিএএ,
জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ
আনোয়ার সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ এস এম
শাহিন, সদর সহকারী কমিশনার ভূমি খাঁন মোঃ আব্দুল্লাহ আল মামুন,
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল প্রমুখ।
উদ্বোধনের দিনে দুপুরে মহেশপুর উপজেলা বালক অনুর্ধ্ব-১৭ দল বনাম
কালীগঞ্জ উপজেলা বালক অনুর্ধ্ব-১৭ দল এবং বিকালে মহেশপুর উপজেলা
বালিকা অনুর্ধ্ব-১৭ দল ও কালীগঞ্জ বালিকা অনুর্ধ্ব-১৭ দল অংশ গ্রহণ
করেন।
প্রথম উদ্বোধনি খেলায় মহেশপুর বালক দল ১-০ গোলে ও কালীগঞ্জ বালিকা
দল ৩-০ গোলে জয় লাভ করেছেন।
এছাড়াও ঝিনাইদহ সদর , শৈলকুলা, হরিণাকুন্ডু, কোটচাঁদপুর, মহেশপুর
ও কালীগঞ্জ উপজেলার বালক ও বালিকাসহ মোট ১২টি অনুর্ধ্ব-১৭ দল
খেলায় অংশ গ্রহণ করবেন।
এসময় ধারা ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জোড়াদহ ইউপি
চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা পলাশ ও কিসমত মান্দারতলা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নাজিম উদ্দিন।