ঝিনাইদহে বাংলা থিয়েটারের কম্বল বিতরণ

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ শহরের শিল্পকলা একাডেমী চত্বরে দুস্থ ও আসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বাংলা থিয়েটারের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি আসিফ ইকবাল কাজল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, অংকুর নাট্য একাডেমীর নাজিম উদ্দীন জুলিয়াস, বাংলা থিয়েটারের সভাপতি এসএম শাহিন, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা ইমরান হায়দার রাজা, সাংগঠনিক সম্পাদক জাসাস নেতা জাহিদ হাসান, সহ-সভাপতি আব্দুল মতিন ও ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদলের সাধারণ সম্পাদক মীর আব্দুল মান্নান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ঝিনাইদহ শহরের ভাসমান ও দুস্থ কয়েক’শ পরিবারগুলোর মাঝে বাংলা থিয়েটারের নামাঙ্কিত কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *