ঝিনাইদহে বাওড় ইজারা পেতে হালদার সম্প্রদায়ের মানববন্ধন

Share Now..



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাদপুরে সরকারী ৬ টি বাওড় মৎস্যজীবিদের অনুকুলে ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাওড় পাড়ের হালদার সম্প্রদায়ের মৎস্যজীবিরা। এতে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বলুহর, জয়দিয়া,মর্জাদ, বেড়গোবিন্দপুর, ফতেপুর ও কাঠগড়া এ ৬টি বাওড় পাড়ের কয়েক’শ হালদার সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়। এসময় বলুহর মৎস্যজীবি সমিতির দলপতি নির্মল হালদার, সুধীর হালদার,রঞ্জিত হালদার, সুশান্ত হালদার, সাধন হালদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাওড়ে দীর্ঘ ৫৩ বছর মাছ ধরে হালদার সম্প্রদায়ের জেলেরা জীবন জীবিকা নির্বাহ আসলেও সম্প্রতি বাওড়গুলো অন্যত্র ইজারা দেওয়া হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে তারা তাই বাওড়গুলো তাদের অনুকুলে ইজারা দেওয়ার দাবি জানান। বাওড় ইজারা না পেলে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ কর্মক্ষম হয়ে পড়বে। কারন তারা আদি পুরুষের এই পেশা ছাড়া অন্য কোন কাজ জানেন না। মানববন্ধন শেষে তাদের দাবি সম্বলিত একটি স্মারক লিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।

2 thoughts on “ঝিনাইদহে বাওড় ইজারা পেতে হালদার সম্প্রদায়ের মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *