ঝিনাইদহে বাজার গোপালপুরে করোনার টিকাদান কর্মসূচি শুরু

Share Now..


বাজার গোপালপুর প্রতিনিধি:
সারা দেশের ন্যায় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকালে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাজার গোপালপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে টিকাদান কর্মসূচি শুরু হয়।
এ টিকাদান কার্যক্রমের তদারকি করছেন ২ নম্বর মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মীগণ, পুলিশ ও আনসার সদস্য, মেম্বর ও স্বেচ্ছাসেবক বৃন্দ।
বাজার গোপালপুরের টিকাদান কর্মসূচির কেন্দ্র পরিদর্শন করেছেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-মাসুদ।
পরিদর্শনকালে তিনি উপস্থিত টিকাদান কার্যক্রম তদারকিরকারি ২ নম্বর মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল এর সাথে কথা বলে, সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এছাড়াও উপস্থিত টিকা গ্রহণ কারীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে সকাল থেকেই করোনার টিকা গ্রহণের জন্য গ্রামবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *