ঝিনাইদহে বাজার তদারকিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ জেলাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বাজার তদারকি শুরু হয়েছে। রোববার (১১ আগস্ট) ঝিনাইদহ শহরের পাইকারী ও খুচরা বাজারে মাছ, গোস্ত ও কাঁচা বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রনে কাজ করেন তারা। এসময় ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে ছাত্ররা বিভিন্ন দোকানে বাজার দর ও খুচরা বিক্রি দর সম্পর্কে জানতে চান ছাত্ররা। এদিকে বিভিন্ন দোকানে ক্রয় ও বিক্রয় রশিদ দেখতে বলা হলে অনেকেই দেখাতে পারেননি। সে সময় ছাত্ররা ভোক্তা আইন সম্পর্কিত লিফলেট প্রদান করেন। এ বিষয়ে ভোক্তা অধিকার সহকারী পরিচালক নিশাত মেহের জানান, নিয়মিত বাজার মনিটরিং থাকার পরেও কিছু অসাদু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রয় করছেন। আমরা ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সকল ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যের দাম সম্বলিত বোর্ড টানিয়ে রেখে যাচ্ছি। এছাড়াও ভোক্তা আইন সম্পর্কে অবহিত করছি। অন্যথা হলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে থাকা রতœা খাতুন জানান, আমার আজকে শুধু মাত্র ভোক্তা আইন ও প্রতিটা মালামালের ক্রয় রশিদ ও বিক্রয় রশিদ রাখতে অবহিত করে যাচ্ছি। আগামী দিনে এসকল বিষয়ে কোন রকম আইনের লঙ্ঘন হলে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানাইন, তৌসিফ, তানভীর, ইমরান, করবী ও রাহুল রিপন।