ঝিনাইদহে বাসের ধাক্কায় বাস খাদে আহত ১৬

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ শহরের আইয়ুব মোড়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অপর একটি বাস রাস্তার খাদে পড়ে অন্তত ১৬ জন বাসযাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টা চেষ্টার পার নিচে আটকে থাকা বাসের হেলপারকে উদ্ধার করে। আহতদের মধ্যে ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, যাত্রীবাহি এমকে পরিবহনের একটি বাস ঝিনাইদহ থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ বাইপাস সড়কের অইয়ুব মোড়ে পৌছালে সামনের দিক থেকে আসা আরেকটি বাস ওই বাসকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে গড়ে গড়াতে গড়াতে একটি বাড়িতে ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আটকে থাকা বাসের হেলপারকে এক ঘন্টার চেষ্টার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *