ঝিনাইদহে বিএনপি’র প্রতিবাদ সমাবেশে এম এ মজিদ সরকার পুলিশের কাঁধে সওয়ার হয়েছে
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাংচুর, নেতাকর্মীদের গ্রেফতার ও পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহতের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। সমাবেশ শুরুর আগ থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপি’র সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারন সম্পাদক আলমগীর হোসেনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ বলেন, ঢাকার সমাবেশ বানচাল করতে পুলিশ অন্যায়ভাবে নেতাকর্মীদের উপর গুলি করেছে। এ সরকার পুলিশের কাঁধে সওয়ার হয়েছে। রাজপথে বিএনপিকে রাজনীতির পরিবর্তে পুলিশ দিয়ে মোকাবেলা করছে। এতেই বোঝা যায় সরকারের পায়ের নিচে মাটি নেই।
Dominate the game with strategic moves and lightning reflexes Lucky Cola