ঝিনাইদহে বিএনপির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। এ উপলক্ষ্যে বুধবার সকালে দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালি শেষে ঝিনাইদহ শহরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি এাডঃ এম এ মজিদ, সাধারণ সমম্পাদক জাহিদুজ্জামান মনা, সাজেদুর রহমান পাপপু, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস, মাহবুবুর রহমান শেখর, আশরাফুল ইসলাম পিন্টু, আলমগীর হোসেন, আবুল বাশার বাঁশি, কামাল উদ্দীন, জাহিদ জোয়ারদার, লোকমান হোসন, জেলা মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি ও সাধারণ সম্পাদক তহুরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি এাডঃ এম এ মজিদ বলেন, বাংলাদেশকে মেধাহীন ও মেধাশুন্য করার জন্য সেদিন পাকবাহিনী তাদের এদেশের দোসরের সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। তিনি বলেন, বিএনপি এই দিবসে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করে।
Ready for nonstop action? Play the hottest games online Lucky Cola