ঝিনাইদহে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে রবিবার ঝিনাইদহে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়। এ উপলক্ষ্যে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, সাজেদুর রহমান পাপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, তহুরা বেগম ও ফারহানা রেজা আনজু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, নির্বাসিত গণতন্ত্র আদায়ে দলের অনেক নেতাকর্মী জীবন উৎসর্গ করেছে। ছাত্র জনতার আত্মদানে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় বিএনপি পিচপা হবে না। তিনি বলেন, আগামী দিনে দেশের মানুষের বাক স্বাধীনতার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।