ঝিনাইদহে বিচার বহির্ভুত হত্যাকান্ড, পুলিশ সুপারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
বিচার বহির্ভুত হত্যাকান্ডের অভিযোগে ঝিনাইদহের সাবেক চাকরীচ্যুত পুলিশ সুপার আলতাফ হোসেন ও দুই এসআইসহ ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর আমলী আদালতে মামলাটি করেন বলাবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে জাহিদুল ইসলাম। ২০১৪ সালে তার চাচা জামায়াত নেতা ও এলাঙ্গী ইউনিয়নের মেম্বর আবুল কালাম আজাদকে অপহরণের পর পুলিশ গুলি চালিয়ে হত্যা করা হয় মর্মে অভিযোগ। মামলায় পুলিশের দুই কর্মকর্তা হলেন, কোটচাঁদপুর থানার সাবেক এসআই মিজানুর রহমান ও ঝিনাইদহ সদরের বাজারগোপালপুর পুলিশ ফাড়ির এএসআই শিবু দত্ত। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৮ এপ্রিল কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য ও জামায়াত নেতা আবুল কালাম আজাদকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায় পুলিশ। অপহরণের পর একটি নীল রংয়ের মাইক্রোবাসে করে প্রথমে কোটচাঁদপুরের গুড়পাড়া পুলিশ ফাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জনতার ভীড় জমালে আবুল কালামকে ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর পুলিশ ফাঁড়িতে আনা হয়। অপহরণের তিনদিন পর ওই বছরের ২১ এপ্রিল আবুল কালাম আজাদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের মামুশিয়া গ্রামের বকুল মোড়ে। বাদীর অভিযোগ পুলিশ সুপার আলতাফ হোসেন ও কোটচাঁদপুরের এলাঙ্গী ইনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খান হুকুমে দুই এসআই ও কোটচাঁদপুর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় ক্যাডারদের যোগসাজসে জনপ্রিয় ইউপি সদস্য আবুল কালামকে হত্যা করে পুলিশ। এ্যাডভোকেট রুস্তম আলী আদালতে বাদীর পক্ষে অভিযোগটি দায়ের করেন। বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোটচাঁদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *