ঝিনাইদহে বিজ্ঞান বিষয়ক জেলা সেমিনার অনুষ্ঠিত
Share Now..
ঝিনাইদহ অফিসঃ
ঝিনাইদহে বিজ্ঞান বিষয়ক জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ও ওয়েলফেয়ার এফোর্টস (উই) আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রথীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনিরা বেগম। আরো বক্তব্য রাখেন ওয়েলফেয়ার এফোর্টস এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, নুরুননাহার মহিলা কলেজের সাবেক উপাক্ষ এনএম শাহাজালাল ও আমেনা খাতুন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু। তাছাড়া সদর উপজেলা ও হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।