ঝিনাইদহে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বিষয়ক শিক্ষামুলক অনুষ্ঠান
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
”গরীব ও অস্বচ্ছল ব্যক্তির মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়” শ্লোগান সামনে রেখে ঝিনাইদহ জেলা লিগাল এইড অফিস ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যৌথ আয়োজনে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বিষয়ক শিক্ষামুলক সেশন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুনন কলেজ মিলনায়তনে মঙ্গলবার এ অনুষ্ঠানে সভাপতিত্ব¡ করেন কলেজের অধ্যক্ষ মোঃ মহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মোঃ বুলবুল আহম্মেদ। সচেতনতামলক সভায় আরও বক্তব্য রাখেন, মানবাধিকার সংস্থার ঝিনাইদহ জেলা সভাপতি আমিনুর রহমান টুকু, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এন এম শাহজালাল, কলেজের উপধ্যক্ষ মোঃ আব্দুস সালাম ও অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ রুহুল আমিন। প্রধান অতিথি মোঃ বুলবুল আহম্মেদ নির্যাতিত বিচার প্রার্থী দরিদ্র অসহায় ব্যক্তিদের সরকারী খরচে আইনগত সহায়তা গ্রহন ও যেকোন প্রয়োজনে লিগ্যাল এর হেল্প লাইন (১৬৪৩০) এ যোগযোগের পরামর্শ দেন। তিনি আরও বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদক, মানবপাচার প্রতিরোধ ও মোবাইল ফোনের অপব্যবহার রোধসহ এ সকল বিষয়ে সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ সকলকে একসাথে কাজ করার আহবান জানান। সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
Challenge accepted Join the action and prove your worth Lucky Cola