ঝিনাইদহে বিনামূল্যে প্রায় ১২ লাখ ছাগল-ভেড়া পিপিআর-ক্ষুরা রোগের টিকা পাবে, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির উদ্বোধন

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহে বিনামূল্যে ১১ লাখ ৮৯ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমববার সকালে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার কুঠিদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরি’র সভাপতিত্বে টিকাপ্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ, এস, এম আতিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়, জেলা মৎস অফিসার মোঃ ফরিদুর রেজা, ছাগল উন্নয়ন খামারের প্রাণিসম্পদ কর্মকর্তাকে এম সাদ্দাম হোসেন। সেময় অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মনোজিৎ কুমার মন্ডল। এছাড়াও প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দসহ ৫০ জন ছাগল খামারি ছাগলসহ উপস্থিত ছিলেন। কুঠিদূর্গাপুর গ্রামের খামারি ছানোয়ার জানান, বর্ষার সময় ছাগলের পিপিআর রোগ বেশি দেখা দেয়। আমরা এই টিকা দিতে গিয়ে গ্রামের ডাক্তারের প্রতিটা ছাগল বাবাদ ৫০ থেকে ১০০ টাকা দেওয়া লাগে। আবার ডাক্তারকে ডাকলে সময়মতো আসতে চাইনা। তবে আজ জেলা থেকে প্রাণিসম্পদের অফিসাররা গ্রামে এসে বিনামূল্যে পিপিআর ও ক্ষুরা গোরের জন্য টিকা দিয়ে গেছে। ছাগল খামারি জুনায়েদ জানান, আমরা দীর্ঘদিন ধরে ছাগল পালন করি। ছাগলের জন্য বড় একটা রোগ পিপিআর। এই রোগের টিকা সময়মত দিতে না পারলে ছাগল মারা যায়। ছাগলের এই টিকা দিতে অনেক হয়রানি ও অর্থ ব্যায় করতে হয়। অথচ আজ প্রাণিসম্পদ অফিস থেকে গ্রামের সবাইকে একত্রিত করে বিনামূল্যে দুই ধরের টিকা দিয়ে গেছে। ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ, এস, এম আতিকুজ্জামান বলেন, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপি পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মসূচীর অংশ হিসেবে জেলাতে ১১ লাখ ৭৮ হাজার ৩১৫টি ছাগল ও ১১ হাজার ৪শ’ ভেড়াকে এই টিকা প্রদান করা হবে। ছাগল ও ভেড়া পালনকারিরা বিনামূল্যে এই টিকা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *