ঝিনাইদহে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ
Share Now..
\ প্রেস বিজ্ঞপ্তি \
গত ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের একটি আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহের সমন্বয়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পোড়াহাটি গ্রামস্থ এলাকার একটি গোডাউনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন নিষিদ্ধ ঘোষিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন মোতাবেক প্রতিষ্ঠানের মালিক ১। মোসাঃ মাহফুজা খাতুন (২৪) কে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান এবং জব্দকৃত ১০,৫০০ কেজি পলিথিন উদ্ধার পূর্বক জব্দ করা হয় যাহার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। ভ্রাম্যমান আদালত কর্তৃক আদায়কৃত জরিমানার অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়।