ঝিনাইদহে ব্রি ধান-১০০’র শস্য কর্তন ও মাঠ দিবস

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহে ব্রি ধান ১০০’র শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার হলিধানী গ্রামের কৃসক আব্দুস সাত্তাদের জমিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ)’র আয়োজনে অনুষ্ঠিত এ মাঠ দিবসে ওই গ্রামের ৩০ জন কৃষাণ কৃষাণী অংশ নেয়।
স্থানীয় কৃষক আলহাজ্ব হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি)’র ফিল্ড সুপার ভাইজার মীর মো: আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন আইএফডিসি’র জুনিয়র এক্সটেনশন অফিসার মোহাম্মদ আরিফুল করিম, সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন ও কৃষিবিদ বদিউজ্জামান।
এ সময় বক্তারা বলেন, ব্রি ধান ১০০ ধানের ফলন বেশি, কম সময়ে পাকে ও রোগ বালাইও কম হওয়ায় চাষিরা এ ধান চাষে আকৃষ্ট ও খুব লাভবান হচ্ছেন। এসব ধান প্রতি বিঘায় ৩০/৩২ মণ উৎপন্ন হয়। জিংক সমৃদ্ধ ও রোগ বালাই সহিঞ্চু এ ধান আবাদের ফলে কৃষক লাভবান হচ্ছে।
ফসল কর্তন পরবর্তী তুলনামূলক ফলাফলে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ জাতের ধানের ফলন বেশী হওয়ায় আগামী বোরো মৌসুমে এই জাতের ধান চাষে উপস্থিত সকল কৃষক সম্মতি প্রদান করেন।

One thought on “ঝিনাইদহে ব্রি ধান-১০০’র শস্য কর্তন ও মাঠ দিবস

  • May 7, 2024 at 12:14 pm
    Permalink

    It’s remarkable for me to have a site, which is good designed for my
    knowledge. thanks admin

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *