ঝিনাইদহে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
Share Now..
ঝিনাইদহ অফিসঃ
ঝিনাইদহ শহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী রিংকু মিয়াকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে । শনিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন। ঝিনাইদহ শহরের গুলশান পাড়ার জামির হোসেনের ছেলে রিংকু মিয়া।
ঝিনাইদহ ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান পাড়ায় মাদক ব্যবসায়ী রিংকু মিয়া মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিংকুকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়।