ঝিনাইদহে মুজিবর্ষ উপলক্ষে ৭০৫টি ঘর পাচ্ছে ভূমি ও গৃহহীন পরিবার

Share Now..

ঝিনাইদহ প্রতিনিধি-

মুজিবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে ঝিনাইদহের ৭’শ ৫ টি ভূমি ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। আগামী রোববার (২০ জুন) দ্বিতীয় পর্যায়ে জেলার ৬টি উপজেলায় ১’শ ৮৬ টি ঘর হস্তান্তর করা হবে। এছাড়াও জমির কবুলীয়ত কপি, খতিয়ান ও সনদপত্রসহ ফোল্ডার হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসক সূত্র জানায়, মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ কর্মসূচির অধিন জেলায় মোট ৭’শ ৫ টি ভূমি ও গৃহহীন পরিবারকে সরকারী ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৪’শ ৭ টি ঘর ভূমি ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৮০টি, শৈলকুপা ৬০টি, হরিণাকুন্ডু ৩০টি, কালীগঞ্জ ২৭টি, কোটচাঁদপুর৪৬টি এবং মহেশপুর উপজেলাতে ৬৪টি ঘর হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও আগামী রোববার (২০ জুন) দ্বিতীয় পর্যায়ে ১’শ ৮৬ টি ঘর হস্তান্তর করা হবে। বাকি ঘরগুলো নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে জেলার ২য় পর্যায়ে উদ্বোধনযোগ্য সদর উপজেলায় ১৩৭ টি, শৈলকুপা ৫টি, হরিণাকুন্ডু ১০টি, কালীগঞ্জ ৫টি, কোটচাঁদপুর ১৭টি, মহেশপুর ১২টি ঘর পস্তুত রাখা হয়েছে। ঘর ছাড়াও এসমস্ত ভূমি ও গৃহহীন পরিবার ও তাদের বাচ্চাদের জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানসহ সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে গ্রোথ সেন্টার, নিকটবর্তী হাটবাজার, বিদ্যুৎ ও খাবার পানির ব্যবস্থাও করা হয়েছে বলে জানানো হয়।

এ উপলক্ষে আজ শুক্রবার (১৮জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। এসয় প্রেস ব্রিফিং জেলা প্রশাসক মজিবর রহমান-সহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, এনডিসি এরফানুল হক চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমানসহ অন্যান্যরা টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসাদের প্রধানমন্ত্রীর উপহার ঘরসহ উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

One thought on “ঝিনাইদহে মুজিবর্ষ উপলক্ষে ৭০৫টি ঘর পাচ্ছে ভূমি ও গৃহহীন পরিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *