ঝিনাইদহে যাকাত ফান্ডের গুরুত্ব শীর্ষক সেমিনার জেলা প্রশাসক যাকাত মানুষের গর্ব অহংকার লোভ লালসা ও কৃপনতা থেকে পরিচ্ছন্নতা রাখে
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। বক্তব্য রাখেন জেলা পরিষদের সচিব মোঃ রেজা ই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম রেজা পিএএ, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান। সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ যাকাতদাতাদের যাকাতের একটি অংশ সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের জন্য অনুরোধ করেন। জেলা প্রশাসক বলেন, ইসলাম ধর্ম পাঁচটি ভিত্তির উপর স্থাপিত। এ গুলোর মধ্যে ‘যাকাত’ অন্যতম ভিত্তি। আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাাহ তা’লার সন্তুষ্টির জন্য যাকাত আদায় করো। অত:পর তিনি তা দ্বীগুন করে দেবেন। যাকাত আদায়ের ব্যাপারে রাসুল পাক (সাঃ) বলেন, ‘নিশ্চয় আল্লাহ পাক যাকাত দেয়া ফরয করেছেন যেন তোমাদের অবশিষ্ট সম্পদকে নির্দোষ বা নির্বিঘ্ন করে দিতে পারেন’। তিনি আরো বলেন, যাকাত যেহেতু অর্থসম্পদকে পুঁজিবাদের অপবিত্রতা থেকে পবিত্র করে, মানুষের মন-মস্তিস্ককে গর্ব-অহংকার, লোভ-লালসা ও কৃপনতার মলিনতা থেকে পরিচ্ছন্নতা রাখে। নিজের উপার্জিত সম্পদে সমাজের অবহেলিত শ্রেণীর দাবী-দাওয়া পূরণে উৎসাহ যোগায় এজন্য ইসলামের এই তৃতীয় স্তম্ভের নামকরণ হয় যাকাত। যাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরীব মিসকিন ও অভাবী লোকদের মধ্যে বন্টন করাকে যাকাত বলা হয়। এটি নামাজ রোজার মতই একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
The ultimate gaming experience is just a click away! Lucky Cola