ঝিনাইদহে যুবদলনেতা হায়দার আলীর ১৮তম মৃত্যুবকার্ষিকী পালিত

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ হায়দার আলী হাদুর ১৮তম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার (১লা ডিসেম্বর) মুরারীদহ গ্রামে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আক্তারুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির যুগ্ন সাধারণসম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমার পপপু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ শামসুজ্জামান লাকি, জেলা যুবদলের সভাপতি আহসান হবীব রনক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। আলোচনা সভা শেষে শহীদ হায়দার আলী হাদুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত ও গ্রামের দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য ২০০৬ সালে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে খুন হন যুবদল নেতা হায়দার আলী হাদু। অথচ ১৮ বছর পার হলেও খুনের বিচার পায়নি পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *