ঝিনাইদহে যুবলীগের মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচী শুরু

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
শোকের মাস আগস্ট উপলক্ষে ঝিনাইদহে মাসব্যাপী দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শহরের এইচএসএস সড়কের জেলা যুবলীগের কার্যালয় চত্বরে ভাচুয়ালি এ কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় যুব লীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক সাইফুল আল সোহাগ। এসময় ঝিনাইদহ জেলাযুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহবায়ক রাশিদুর রহমান রাসেল, শফিকুল ইসলাম শিমুল, হাফিজুর রহমান, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহ মোঃ ইব্রাহীম খলিল রাজা, পৌর যুবলীগের আহবায়ক কাজী জাহিদ হাসান দিপুল, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শতাধিক মানুষের মাঝে খাবার তুলে দেন নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, মাসব্যাপী শহরের চলাচলকারী ইজিবাইক, রিক্সা, ভ্যান চালক, দিনমজুরসহ দুস্থ মানুষের মাঝে জেলা যুবলীগের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *