ঝিনাইদহে রাস্তার ম্যাকডমের কাজ হলেও বেহাল দশা, কাটেনি জনদূর্ভোগ

Share Now..


ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের সদর উপজেলার ১৫ নং কালিচরনপুর ইউনিয়নের ৪নং ওয়াডের উজ্জল মেম্বারের বাড়ির সামনের রাস্তার বেহাল দশা। এলাকা ঘুরে দেখা যাই এলজিএসপি-৩ এর ১৯-২০২০ অর্থবছরে উক্ত রাস্তাটি ম্যাকাডম করনের জন্য ৩,৯৭,৯৭৪/- টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উল্লেখ্য এই রাস্তাটি নাচনার হাফিজের দোকান থেকে আকমল মন্ডলের বাড়ির অভিমুখ পর্যন্ত সর্বমোট ২৩১.৮২০ মিটার দৈর্ঘ এবং ২.৭৫০ মিটার প্রস্থ। রাস্তার ম্যাকাডম করনের কাজ সম্পর্কে স্থানীয় জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন এই রাস্তার ৫-৬ মাস আগে কাজ হয়েছে। স্থানীয় এক মহিলা বলেন এই রাস্তায় আর-বছর কাজ হয়েছে কয়ডা খোয়া, বালি ছিটিয়ে দিয়েছে। স্থানীয় মেম্বার উজ্জ্বল বলেন এই রাস্তার ৬ মাস ছয় মাস আগে কাজ করেছে, কিন্তু বড় কাজ হওয়াতে এই রাস্তার কাজ কেটে অন্য মেম্বারদের এলাকার রাস্তার কাজ করেছে। এবং জমি জমা সংক্রান্ত কারণে এই রাস্তার মাঝে কিছু অংশ মাটির রাস্তা রয়েগেছে। এছাড়াও স্থানীয় এক পথচারীর বলেন এই রাস্তার ৮-৯ বছর কাজ হয় না। এ বিষয়ে কালীচরণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত’র কাছে জানতে চাইলে তিনি অসুস্থ থাকা তার স্ত্রী বলেন ১৯-২০২০ অর্থবছরের বিশ্ব ব্যাংকের অডিট শেষে হয়েগেছে, তারা দেখেও গেছে এবং এটা  অপ্রসংগীত মনে হয়। এবং রাস্তার কাজ পুরাটাই করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *