ঝিনাইদহে লাটা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন মোটরসাইকেল আরোহী। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে নলডাঙ্গা টু নারিকেলবাড়িয়া রোডে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের তৌহিদুল জর্দারের ছেলে রামিম, একই গ্রামের ইয়াছিনের ছেলে সোহাগ ও লিয়াকত হোসেনের ছেলে হামিদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আড়মুখী বাজার থেকে হিরো মোটরসাইকেল যোগে ৩ জন উঠতি বয়সের যুবক নলডাঙ্গা বাজারের উদ্যেশে রওনা দিলে দুলাল মাস্টারের বাশবাগান নামক স্থানে পৌছালে অপর দিক থেকে আসা লাটাগাড়ি ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক হামিদ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছে আঘাত খেয়ে খাদে পড়ে যায়। দূর্ঘটনায় রামিমের ২ টা,সোহাগের ডান পা ও চালক হামিদের ডান পা ভেঙ্গে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়েছে। বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত ৩ জনকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। এদের মধ্যে রামিমের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।