ঝিনাইদহে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে এক প্রস্তুতি সভা মঙ্গলবার (৪ ফেব্রæয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। সভায় বিভিন্ন রাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে দিকনির্দেশনামূলক আলোচনা করেন আমন্ত্রিতরা। দিবস উপলক্ষে ২১ শে ফেব্রয়ারি দিনব্যাপী ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া-কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের গর্ব। আমরা সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি উদযাপন করব। জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট এবারের শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নতুন একমাত্রা যোগ করবে। তিনি বলেন, দেশের ইতিহাস ও ঐতিহ্য সবাইকে মিলেমিশে উদযাপন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *